বাংলালিংক-এর বন্ধ সংযোগ চালু করলেই 12GB পর্যন্ত বোনাস!




Recharge Exactly TK 39




বাংলালিংক বন্ধ সংযোগে অফার

বাংলালিংক-এর বন্ধ সংযোগে ফিরে আসলেই এখন পাবেন দারুণ অফার! ৩৯ টাকা রিচার্জে কথা বলুন স্পেশাল রেটে, আর তার সাথে পান 12GB পর্যন্ত বোনাস ইন্টারনেট!

অফারের বিস্তারিতঃ

  • অফারটি সেই সব প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য (আই-টপ আপ ছাড়া) যারা ২৪ অক্টোবর, ২০১৭ বা তার আগে থেকে বাংলালিংক সংযোগটি ব্যবহার করেন নি
  • গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য কিনা তা জানতে গ্রাহককে তার নাম্বারটি লিখে এসএমএস পাঠাতে হবে ৪৩৪৩ নাম্বারে (ফ্রি)
  • অফারটি পেতে গ্রাহককে ৩৯ টাকা রিচার্জ করতে হবে। ৩৯ টাকা প্রথম রিচার্জ হতে হবে। এই টাকাটি মূল অ্যাকাউন্টে জমা হবে
  • ৩৯ টাকা প্রথম রিচার্জ করলেই গ্রাহক পাবেন ০.৫ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-বাংলালিংক) এবং ১ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-অন্য অপারেটর) স্পেশাল কলরেট এবং 1GB ইন্টারনেট বোনাস
  • স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৯০ দিন। 1GB ইন্টারনেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৭ দিন
  • এ ছাড়াও গ্রাহক নির্দিষ্ট রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন 1GB বোনাস ইন্টারনেট
  • এছাড়াও গ্রাহক যেকোনো রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন 1GB বোনাস ইন্টারনেট। বোনাস ইন্টারনেটের মেয়াদ ক্রয়কৃত ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে। বোনাস ইন্টারনেটের অফারটি রিঅ্যাক্টিভেশনের ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ ১১ বার উপভোগ করা যাবে। বোনাস পাওয়ার জন্য উপযুক্ত প্যাকগুলো জানতে, ক্লিক করুন
  • মেয়াদ থাকাকালীন সময়ে পুনরায় ইন্টারনেট প্যাক কিনলে আগের প্যাকের অব্যবহৃত ইন্টারনেট যোগ হবে এবং দীর্ঘতরো মেয়াদ প্রযোজ্য হবে
  • ইন্টারনেট ব্যবহারের সময় প্রথমে বোনাস ইন্টারনেট থেকে খরচ হবে। প্যাকের মেয়াদ থাকাকালীন প্যাকের ভলিউম শেষ হয়ে গেলে 0.012175 টাকা/10KB হারে চার্জ প্রযোজ্য হবে
  • বোনাস ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *124*5#।
  • স্পেশাল ট্যারিফ থেকে আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*39#।
  • অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
  • VAT, SD ও SC প্রযোজ্য।